মনোজ জানা



মনোজ জানার কবিতা 

রুমাল

ঘরের ভিতর ইঁদুরের গন্ধ--
চটে যাচ্ছে আমার স্বাস্থ্য‌রঙ,
প্রবালপ্রাচীর থেকে বেরিয়ে মনে মনে আশ্রয় খুঁজছিলাম।
আন্টার্টিকার জলজীবাশ্মের উপর হাঁটার সময় একটি ইগলুর ঠিক পিছনে খুঁজে পেলাম আমার হারানো রুমাল-- গচ্ছিত রেখেছিলাম জলবরফি।
আমাদের বরফজীবনের পরিধি ক্রমশ ছোট হয়ে আসছে
হাঁটছি রুমালের প্রান্ত ধরে,
গলে যাচ্ছে বরফ, ফুরায় না পথ--
রুমাল কেটে টুকরো টুকরো করতেই পথ বেড়ে গেল কয়েক ক্রোশ।
ইঁদুরগন্ধ থাকে থাক ফিরতে চাই ঘরে,
অবিরাম গলছে বরফ, বাড়ছে পথ--
একটু পরে হয়ত হাতে থাকবে কেবল আইসক্রিম‌কাঠি,
আবার হারিয়ে ফেলছি রুমাল--
রুমালটা কই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন