জগন্নাথদেব মন্ডল


জগন্নাথদেব মন্ডলের কবিতা 


লবঙ্গলতিকা

কলাবাগানের ওল্টানো বাদুড় আছে ঢের।
ভূতে পাওয়া হলদে হয়ে আছে বালিকাবেলার চুল।

অসমাপ্ত দেওয়ালে দ্যাখো অামার পুড়ে যাওয়া পাখনা,নাভি,যোনিপদ্মের দাগ।

সবটুকুন কেমন প্রাচীন কড়ি হয়ে অাসে।

তবু সাপপেট দিয়ে জাপটেছি জলশামুক।
ওর মাংসে থকথকে নোনা ঘ্রাণ।
কেটে গিয়ে অবিরাম রক্ত ঝরে।

স্নান করি ঋতুদিনের।দেবদেবী ছোঁব না।বিশালক্ষ্মী মন্দির।ভাতের ঘরেও না।

শুধু ডাঁসা পরী এসে ম্যাক্সি খুলে নিয়ে যাবে ভাড়াটে গৃহে।
লাল লাল লিচুগাছের মতো জিভ।নোনাফল বৃন্ত।

অামার মেয়ে-বিছানায় তখন অসংখ্য লবঙ্গের জন্ম হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন