বিশ্বরূপ বিশ্বাস


বিশ্বরূপ বিশ্বাসের কবিতা


ঋতু ঐরি হবার কালে


ব'সবি কৃতান্ত-ছক্কাছবি ঋতু ঐরি হবার কালে। কোথায়
গেলে অঙ্গ নামাবো আমি টেক্কা দিবি না। শমনের মাইরি
টিকে থাকার দম আছে রজত-কাননে। এবে এ ক্ষণেজনে

নিজেকে জমাবি না গোলাম হ'য়ে গ্যাছিস তো সকালে। 

ডর নাই ব্যক্তিগত স্তরে পর্দা সরানোর। ওর নাস্তিক মুখে
ভোগ্য ঢুকে : টুকে দিয়ে গ্যাছেন পরীক্ষার সকল নকল। 
ভালো নম্বরও তো দখল ক'রে পেতে হয় সাংঘাতিক ভালো

পড়াশোনার। তোর বাবার দেহে তোর মায়ের বিধবা ক্যানো। 
ক্যানো আমার মুখে আমি ঠোঁট রাখবার জায়গা পাচ্ছি না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন