ঋপণ আর্য



ঋপণ আর্যের কবিতা 


পাঠক

কাঁপা কাঁপা হাতে এঁকে
উৎস সকল
আমার ধমীতে যাও
জোনাকি

ওরা এসে
ফিনিক্স হয়ে মরে
কুয়াশায় সমুদ্রের আলো হেঁটে গেছে



স্থায়িত্ব

চাঁদ প্রতিদিনের সম্পর্ক
তবু হিসেবী আড়াল
সম্পর্কের...
এভাবেই প্রতিলিপি সম্পর্কে নামে
রাস্তায় রাস্তায়... উঠোনে উঠোনে

খুউব অসুখের পরিচিতদের খাল পাড়ে ডাকি
দেখাই, এক ঝাড়
সাকোহীন ভাটাপড়া...
স্রোতের একহাটু জলে চাঁদ স্থির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন