জয়ন্ত দেওঘরিয়া

   

জয়ন্ত দেওঘরিয়া'র কবিতা


 সালোকসংশ্লেষ


সুতরাং, শেকড়ের মত আঁকড়ে থেকো 
           ঠেসমূল নাইবা থাকলো...
জাইলেম ফ্লোয়েম সুগঠিত হলে রসদ আসে ঠিকঠাক।
আঙ্গুল পুড়িয়ে খেতেও হবে না,
ক্লোরোফিলকে ভালোবেসে পাতাকে রান্না ঘর বানাও
এমনিতেই আমরা সবাই গাছ;
        সালোকসংশ্লেষ প্রক্রিয়া জানি।
জমায়েত জল নিঃশেষ হবার পূর্বে খাদ্য তৈরীর কৌশল শিখে নিও...
           সবুজ থাকবে চিরকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন