স্মৃতিমাধুরী দাস





স্মৃতিমাধুরী দাসের কবিতা 


 হাট বাগান
      
বহুদিন পরে একটা স্বস্তির চাঁদ নেমেছে
সরীসৃপ সময়ের বুকে
ক্রমশ বেড়ে উঠছে ফাঁপা স্তম্ভের উচ্চতা।

চুমুর স্বাদে চল্লিশ মাইক্রনের
দেমাকী টহল
বজবজ থেকে ভেসে যাচ্ছে
ভেনিজুয়েলার রাতে।

খসে পড়তে পড়তে টুকরো সারল্য
খবরের অক্ষরে জ্বলে উঠবে
শেষবারের মত।

ছাউনি কেড়ে নেওয়া আটপৌরে মঞ্চে
শুকনো আদরের পাণ্ডুলিপি 
দ্বিধাগ্রস্ত প্রহরের চোখ আঁকে
শূন্য ভাতের থালা।

আশ্বাসের করিডোর ইতস্তত নিভু নিভু চোখ
সন্ধানী নুয়ে পড়া জিভ
মিরাক্যলের অপেক্ষায় স্ফীতরন্ধ্র  জাগরূক
অমেরুদণ্ডী আশা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন