সুকৃতি


সুকৃতি'র কবিতা 

বেড়াল


রাত্রি এগারোটার সময় ঘর থেকে
বাইরে, রাস্তায় হাঁটি কবিতা খুঁজতে।
কিন্তু ঘরে ফেরার সময় দেখলাম
একটা বেড়াল জাগে শিকারির মতো।

আমি সেই বিড়ালকে অতিক্রম করে
বিছানার কাছে ফিরে এসেছি এখন।
এবার তোমার কথা বলো। কতো ডিগ্রি
ভালবাসা পেলে আর করবে না ম‍্যাও...

যখন নিজের মধ্যে পাই না কোথাও
সামান্য আবেগ, আমি ক্ষিপ্ত হয়ে উঠি
নিজেকে কোঁপাই,দেখি ফুটোগুলো থেকে
বের হয় কালো কালো অনেক বিড়াল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন