আনিস আহমেদ


আনিস আহমেদের কবিতা



হাফটোন


বিন্দু বিন্দু হাফটোন মেলে ধরে এই জার্নি...
কোথাও শুকনো টক উড়ে যাচ্ছে আচারে...
তাকে দাঁতের তালুতে এনে সেজে উঠছে একটা আস্ত দুপুর...
বিছানা এল,বালিশ এল,শুধু খুনসুটি এলো না...
কোঁথাও গুটি রয়েছে গোপনে,তার সুঁটি বেরিয়ে এলো ব'লে...
সিন্ধুসমান এই ছাঁদ,তার ওপরে বিন্দু বিন্দু  বৃষ্টির ভাইবোনেরা
চোখের ভিতর নাচতে নাচতে গঙ্গা করতে গেল....
কে বলবে তাদের মা পাহাড়ে যায় নি,কে বলবে তাদের বাবা সুমহান ধ্যানে
আসলে গুটি,তার বোনের নাম সুঁটি,এত এত অভিমান পোষায় ,বলো ??


জোনাকি 


ছেলেটা আলোর দোকানে শুধুই জোনাকি কিনছে...
ওকে কেউ একটু নরম গলাতে নেই বলতে দাও
যেন উচুঁ উচুঁ মাঠ পেরিয়ে আসবে সব্জিখেতের খনা সুর...
কাটা জিভ দুলবে আলময়,রোঁয়া ওঠা ঘাসে সাজানো চমক লাফিয়ে উঠবে পায়ে...
এই সুড়সুড়ি নার্ভ দিয়ে চিনতে গিয়ে নীল হয়ে উঠবে হাতের শিরা...
টলমল করে উঠবে চোখ,কোথাও ব্লাডফেল করবে জল...
আসলে পুরোটাই হাসি দিয়ে বানানো গহনা,গগনচন্দ্র হবে মাথার ওপরে...
এই রাতে ছেলেটা জোনাকি কিনতে গেল আলোর দোকানে
ওকে কেউ নরম গলাতে নেই বলতে দাও


বর্ণ না 


কতকতদিন আমাদের নিঃশ্বাস নিয়ে টানাটানির দিনে 
সিলিন্ডার খালি হয়ে যেত...
আমি নিঃশ্বাস দিয়ে রিং বানিয়ে তার আঙুলে পরাতাম সে 
নিঃশ্বাস বেয়ে বেয়ে 
আমার ছাদে উঠে কত না পাখির রিল বলতো একটানা...
ছাঁদে আর কোনো 
মৌসুমী নেই যে তাকে ডেকে ডেকে উত্তরের খবর নেব

বলা যায় সাতবর্ণের পাশে এক না


ব্লেড


এত হাওয়া রেখেছ আর আমি ভাবছি ব্লেড করবো কোথায়
কত কত ব্লু,স্কাই পাল্টাচ্ছে মুনলাইটে...
কোথায় যে গুঁজে রাখবো স্টার
শুধু আকাশ ভাঁজ করে কেউ পাল তুলে দিচ্ছে ক্লাউডে...
এত ভাঁড় রেখেছ ক্লাউনে,আমি কত যে লবণ গুড়ো করে হাসবো
অ্যাই অ্যাই তোমার চোখ কি কাজল দেখাচ্ছে দ্যাখো, 
যেন সামনে এখনি শাহরুখ হবে...
এত এত ব্লেড,এত এত ব্রা ও ব্লেজার...
বলিউড রঙিন করছে সান লাইটের বেবী...



শ্রুতি


কারো সাথে কথা বলি 
এই সকল অজুহাতে আমি আমার লাভা খালি করি...
কেউ শুনছে না আমার কথা এরকম ভাবি না তো
আমি যত লাইন টানি,তার প্রতি মার্জিনে ব্যাসদেবের মেয়ে 
শ্রুতির থুতনি ধরে বসেছেন...
সে কোনো কথাতেই আলো ফেলছে না
তার কানে ঘর্ঘর উঠছে 
এই বেদনায় আমার আঙুল শুকিয়ে আসছে... 
তাকে কি করে বলি
তার কানের দু'প্রান্তে 
আমার সকাল কথা স্নান না পেয়ে,খাদ্য না পেয়ে 
মারা পড়ে আছে.....


ঘুমঘোর 


তন্দ্রা পাল্টাতে পাল্টাতে ঘুমের পাতলা আয়োজন
মাথার ভিতর তবু এক ঘুমঘোর হই চই... 
স্নায়ুর ডালপালা জুড়ে সদ্য পাতা রেললাইন আর
কোথাও বা মাই রিলিফনেসের ঘোড়া 
দোল খায়...
যেন কমা ও কোলন তার সিক্রেট কলিগ

এত এত সেলাই সারাদিনে আর তার সুতো
এক আঙুলে জন্ম শেষ করা যায় !

৩টি মন্তব্য: