শুভজিৎ গাঙ্গুলি


শুভজিৎ গাঙ্গুলির কবিতা 

সেপটিসেমিয়া


১।
এতভাবে আদর করো যে সেপিটিক হয়ে
গেছে
সেপটিক সুষম হলে টাইম টুক্কি খেলে
ক্ষয়ের পিপাস দেখে তিতাস দেখে
দেখে ...

আমি দেখি মুশকিল মশালে লেগে আছে

প্রফুল্ল ১ লিভার আমার
খাদ্যের কৃপণ ছৌনাচ নিবিষ্ট হয়
মর্জিমাফিক মর্মর কর্কটে ...

১।
নশ্বর পৃথিবীর পেটে নৈসর্গীক সেতু

আমার চোখের ভ্যালু ভঙ্গুর হয়ে গেছে

বিছানার বাসি বিশ্রাম শ্রম কেড়ে নিলে
স্নেহশাসানো আরোপ বিচ্ছুরিত হয়
বেশিই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন