মোহম্মদ শাহবুদ্দিন ফিরোজ


মোহম্মদ শাহবুদ্দিন ফিরোজের কবিতা


বাইপাস ধরে যে যুবক একাকী হেঁটে ঈশ্বর হয়েছে


   
বাইপাস ধরে এক যুবক একাকী চলেছে বৃষ্টির খোঁজে।
জল নেই শহরে, অথচ সমস্ত শরীর জ্বলছে পূর্ণিমারাতে 

বাইপাস ধরে এক যুবক একাকী চলেছে প্রেমিকার খোঁজে।
এ জীবনে দাম্পত্য কাটাতে চায় সে সন্তানের সন্ধানে। 

বাইপাস ধরে এক যুবক একাকী চলেছে সংসারের খোঁজে।
পিতৃহারা, মাতৃহীন, স্ত্রী বিয়োগ আর নিখোঁজ সন্তানের শোকে

বাইপাস ধরে এক যুবক একাকী চলেছে ঈশ্বরের খোঁজে।
খোঁয়াড় শহরের বাইরেই থাকে সোঁদামাটির গন্ধে...

বাইপাস ধরে এক অশরীরী একাকী চলেছে যুবকের খোঁজে
যুবক সব কিছু পেয়ে গেল, যুবক একাই ব্রেকিং নিউজে।



বন্ধ জানালা আর সুখি মানুষের ভাবনা

  

জানালা খুলতে দাওনি বলে, কতদিন বৃষ্টি ডাকেনি,
পাতাঝরার শব্দ না শুনেও, পালটে যাচ্ছে ঋতুচক্র।
অন্ধকার আর কালো পরদার ওপারে এক যাদুকর
নেভা মোমবাতি প্রতিদিন একটা একটা করে রেখে যায়।

আগুন নেই ঘরে। যেটুকু অবশিষ্ট ছিলো, খিদের নেশায়
তাও গিলে গিলে খেয়েছি শেষ পূর্ণিমারাতে।
কাশতে ভীষণ কষ্ট হয় আজকাল, জানালার পাখিও তখন উড়ে যায় ভয়ে...

বুঝি না দিন নাকি রাত! জানালা খোলা বারণ।

এতদিনে বুঝলাম বৃষ্টির ডাক আর পাতাঝরার শব্দ আমার জন্য কেন অবৈধ...     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন